প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের তদন্তে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনাকারীদের তালিকায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নাম এসেছে বলে মন্তব্য করেছেন । একইসঙ্গে ষড়যন্ত্রকারীদের বিচার এদেশের মাটিতে হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনায় বিএনিপর লোকজন জড়িত। তাছাড়া যুক্তরাষ্ট্রের তদন্তে শফিক রেহমান এবং মাহমুদুর রহমানের নাম এসেছে। তবে বিচার পাওয়ার অধিকার সবার আছে। শফিক রেহমানের গ্রেপ্তারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপরাধীকে গ্রেপ্তার করলেও অপরাধ হয় এখন। যদি অপরাধীকে  গ্রেপ্তার করলেই অপরাধ হয়, তাহলে এদেশে বিচার কি করে হবে? তারা সাংবাদিক দেখলো, দেখলো না অপরাধী। ব্লগার হত্যা প্রসঙ্গে তিনি বলেন, মুক্তচিন্তার নামে যদি বিকৃত মানসিকতার কথাবার্তা হয় তাহলে সেটা মুক্তচিন্তা নয়। ধর্ম নিয়ে যদি কারো অন্য ভাবনা থাকে তাহলে তার বিচার আল্লাহ করবেন। তাকে হত্যার করার অধিকার কাউকে দেয়া হয়নি।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930