ড. জাফর আহমেদ খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন । বৃহস্পতিবার তিনি যোগদান করেন।
গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে তাকে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়।
ড. খান বিসিএস প্রশাসন ১৯৮২ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
