দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের কিছু ভুল আছে বলে স্বীকার করেছেন। তবে এসব ভুল থাকলেও সরকারের উন্নয়নের কৃতিত্ব ম্লান হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার বিকালে নরসিংদীর মোসলেহ্ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এক জনসভায় কাদের এ কথা বলেন।

জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র দেয়ার কথা উল্লেখ করে কাদের বলেন, ‘বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে গরিব দেশ ছিল। দুর্ভিক্ষের দেশ ছিল। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নয়নশীল দেশ এখন বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছে।’

‘আওয়ামী লীগের উন্নয়নের আলো কিছু ভুল-ত্রুটির জন্য ম্লান হতে পারে না। আওয়ামী লীগ গত নয় বছরে যে উন্নয়ন করেছে গত ৫০ বছরেও কোনো সরকার তা করতে পারেনি।’

অবশ্য আওয়ামী লীগের ভুল কোনগুলো সেটি উল্লেখ করেননি দলের সাধারণ সম্পাদক।

দলের নেতা-কর্মীদেরকে জনগণের সঙ্গে ভালো আচরণ করার তাগাদা দিয়ে কাদের বলেন, ‘কোনো বিশৃঙ্খলা করা যাবে না। যারা আচরণ খারাপ করবে তাদের আওয়ামী লীগে থাকার দরকার নেই।’

আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নতুন সদস্য সংগ্রহের তাগাদাও দেন কাদের। আর সদস্য সংগ্রহ অভিযান ঘরে ঘরে গিয়ে করার পরামর্শ দেন তিনি। বলেন, ‘টিমওয়ার্ক করতে হবে, টিমে নারী, তরুণ সমাজ ও প্রথম ভোটারদের সাথে রাখতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ক্ষেত্র তৈরি করতে হবে।’

তবে সন্ত্রাসী, চাঁদাবাজ, জমি দখলদাররা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলে জানিয়ে দেন কাদের।

এখন থেকেই নৌকার পক্ষে স্লোগান তোলার তাগাদা দেন কাদের। আর প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, ‘জনমত জরিপে যে এগিয়ে থাকবেন তিনিই আওয়ামী লীগের প্রার্থী হবেন।’

যারা প্রার্থী হওয়ার দৌড়ে আছেন, তাদের মানুষকে বিভ্রান্ত না করতে, কারও বিরুদ্ধে বিষেদগার না করারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতা। বলেন, ‘একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না।’

আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়ন করার আহ্বানও জানান কাদের। বলেন, ‘কর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তারা বঙ্গবন্ধুর সাথে থেকে আন্দোলন-সংগ্রামে লড়েছে, এখন শেখ হাসিনার সাথে থেকে লড়ছে। তারা আওয়ামী লীগকে ছেড়ে যায়নি, তাদেরকে মূল্যায়ন করতে হবে।’

দলীয় নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের খবর নেয়ার জন্য জেলা আওয়ামী লীগকে নির্দেশ দেন কাদের। যারা অসচ্ছল তাদেরকে সহায়তা এবং সুসময়ে দূরে সরিয়ে না দেয়ারও আহ্বান জানান তিনি।

দল ক্ষমতায় থাকলে অনেকেই যোগ দিতে আসে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মৌসুমি পাখিরা ভিড় করে ঝাঁকে ঝাঁকে এগিয়ে আসে। ক্ষমতা না থাকলে শীতের পাখিদের খুঁজে পাওয়া যাবে না।’

‘দুঃসময়ের কর্মীরা আপনাদের সাথী। কর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ ঘাটতি থাকলে তা পূরণ করতে হবে।’

বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোন কারণ নেই বলেও নেতা-কর্মীদের জানান কাদের। বলেন, ‘দেশের মানুষের সাড়া না পেয়ে তারা এখন বিদেশিদের কাছে নালিশ করছে।’

নরসিংদীর সব সড়ক আগামী নির্বাচনের আগেই চলাচলের জন্য উপযুক্ত করে দেয়ার অঙ্গীকারও করেন কাদের। বলেন, ‘পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল এখন ছয় লেনে সম্প্রসারিত হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কগুলো নির্মিত হচ্ছে।’

সভাপতির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বলেন, ‘পরাজিত শক্তির উত্থান হবে না এদেশে। রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি তা পেছনে ফেলার কোন ব্যবস্থা নেই।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অব হিউমেনিটি আর অন্যদিকে বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় তার পাঁচ বছরের সাজা হয়েছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, মুকুল বোস, দলের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান, আওয়ামী লীগের  কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাউসার, সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক প্রমুখ এ সময় বক্তব্য দেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031