একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজশাহী মহানগরীর। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সাহেববাজার এলাকার হোটেল ‘এসবি ইন্টারন্যাশনালে’ এ অভিযান চালায় রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার শাকিল হোসেন, একই এলাকার মুরাদ হোসেন, বড়কুঠি এলাকার সানোয়ার হোসেন সানি এবং নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকার উজ্জ্বল হোসেন। এদের মধ্যে উজ্জ্বল হোটেলটির ব্যবস্থাপক।
রাজশাহী মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার আল-আমিন হোসাইন জানান, হোটেল এসবি ইন্টারন্যাশনালের ৪০৫ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ২৫০ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে হোটেল ব্যবস্থাপক উজ্জ্বলকে মাদক ব্যবসায় সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চারজনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
