বৃষ্টি নেই। জোয়ারও নেই। আকাশে মেঘ নেই। কিন্তু হঠাৎ হাঁটুপানিতে সয়লাব হয়ে গেল চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা, বাহির সিগন্যাল এলাকা। যথারীতি দুর্ভোগে পড়েন পথচারী, যাত্রী ও গাড়িচালকরা। খবর বাংলানিউজের। বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম ওয়াসার পানির পাইপ ফেটে আকস্মিক পানি উঠে যায়।
৫ নম্বর মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম জানান, ‘সিটি করপোরেশনের সাধারণ সভা শেষে বিকেল পাঁচটার দিকে আমি বাড়ি ফিরি। এ সময় সড়কের ওপর পানি ছিল না। এরপর থেকে একের পর এক ফোন আসে স্থানীয় লোকজনের। হাঁটুপানি সড়কের ওপর। খোঁজ নিয়ে জানলাম ওয়াসার বড় একটি পানির পাইপ ফেটে আকস্মিক জলজট সৃষ্টি হয়েছে।’
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ জানান, কালুরঘাট এলাকা থেকে গভীর নলকূপের সাহায্যে পানি উত্তোলন করে আনার যে পাইপ তা ঠিকাদারের লোকজন কাজ করার সময় ফেটে যায়। এ সময় পানি বের হয়ে সড়কের ওপর উঠে যায়।
তিনি জানান, পাইপ ফাটার পর থেকেই জরুরি ভিত্তিতে মেরামতকাজ শুরু করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
