দেশে গণমাধ্যম, পেশাজীবী সবাই সংকটে আছে বলেও মনে করেন তিনি।বাংলাদেশে সরকারের মতো গণমাধ্যমের একাংশও ফ্যাসিবাদী হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ‘পুনরুদ্ধারের’ দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বক্তব্য রাখছিলেন শওকত মাহমুদ। সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ হয়।

এই আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন নিয়ে হতাশ না হতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

আন্দোলনে সাফল্য আসতে সময় লাগে ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘পাকিস্তান আমলে আইয়ুব খানের বিরুদ্ধে ১২ বছর আন্দোলন হয়েছে। স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন হয়েছে।’

শওকত মাহমুদ বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের কারণে দেশের মিডিয়ার একটি অংশ ফ্যাসিবাদ হয়ে গেছে। আজকে পেশাজীবীরা সংকটে। গণমাধ্যম সংকটে।’

‘বাংলাদেশে এখন স্বৈরতান্ত্রিক দেশ। খালেদা জিয়াকে জেলে নেয়ার পর তা পরিষ্কার হয়েছে। কিন্তু মানুষ কেবল সুযোগের অপেক্ষায় আছে।’

আমার দেশ এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘ক্ষমতাসীন সরকার ফ্যাসিস্ট। তারা পুলিশ ও দলীয় গুন্ডা দিয়ে বিরোধীদলকে নিপীড়নের মাধ্যমে দেশ চালাচ্ছে।’

‘বিচার বিভাগের মাধ্যমে অনেক কুকর্ম করেছে এই সরকার। ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হয়েছে কৌশলে।’

‘যে দেশে প্রধান বিচারপতিকে চোর আখ্যা দিয়ে দেশত্যাগ করানো হয় সে দেশে আবার বিচার বিভাগের স্বাধীনতা কিসের?’।

বিএনপি নেতাকর্মীদেরকে মাহমুদুর রহমান বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের কাউকে ছাড় দেয়া যাবে না। চিহ্নিত করে রাখুন সবার বিচার করা হবে’

চিকিৎসক নেতা এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভুইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হাসান খান, সাদা দলের সদস্য ছিদ্দিকুর রহমান খান, আবু মূসা আরিফ বিল্লাহ প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক আখতার হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে পরিচালনা করেন বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031