আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার ( ২৬ মার্চ) ‘ধুলামুক্ত ঢাকা চাই’ কর্মসূচি পালন করবে । রবিবার অনলাইন নিউজ পোর্টালটির  পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

স্বাধীনতা দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হবে। স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ অংশ নেবেন এই কর্মসূচিতে। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৩০ মিনিট এ কর্মসূচি চলবে।

কর্মসূচির আওতায় রাস্তা ঝাড়ু দেওয়া, ফ্রি মাস্ক বিতরণ ও প্রচারপত্র বিলিসহ পথচারীদের নিজ নিজ এলাকা ধুলামুক্ত রাখার বিষয়ে সচেতন করা হবে। পরিচ্ছন্ন নগর গড়ার এ কর্মসূচির ফেসবুক প্রচারণায় ইতোমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে।

কর্মসূচিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031