পারিবারিক কলহের জের ধরে পুত্রবধূ সাজেদা বেগমের বিরুদ্ধে শাশুড়ি রায়জান বেগমকে কলসি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালিহাতীতে । এ অভিযোগে পুলিশ সাজেদা বেগমকে আটক করেছে।
শনিবার রাতে উপজেলার কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায়জান বেগম ওই গ্রামের মৃত জমেদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, পুত্রবধূ সাজেদা বেগম ও শাশুড়ি রায়জান বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছিল। এমতাবস্থায় শনিবার রাতে তাদের দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় পুত্রবধূ সাজেদা বেগম কলসি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে সালেহা বেগম সোমবার দুপুরে সাজেদা বেগমের বিরুদ্ধে মামলা করেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাজেদা বেগমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
