বলতে পারেন না সত্তরোর্ধ বৃদ্ধ লোকটি নিজের নাম-ঠিকানা । রবিবার বিকালে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পশ্চিমপাড়ায় কিছুটা অসুস্থ অবস্থায় রাস্তার পাশে বসে থাকতে দেখে এলাকাবাসী। পরে ওই এলাকার আকাইদ, সোহেল, সোহাগ ও শাকিল মিলে তাকে মির্জাপুর থানায় নিয়ে আসেন।
বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় রাতে পুলিশ কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। তার পরনে লুঙ্গি ও গায়ে একটি নীল জ্যাকেট রয়েছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত জানান, আশপাশের থানায় এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে।
