IPL-600x330 মুস্তাফিজকে অস্ট্রেলিয়া সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেনে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হতে না হতেই সেরা বোলার নির্বাচন করেছেন। তার দৃষ্টিকোণে এবারের আইপিএলে সেরা দুই বোলার মুস্তাফিজুর রহমান ও জাসপ্রিত বুমরাহ। তবে স্লগ ওভারে কাটার মুস্তাফিজকে বেশি এগিয়ে রাখছেন তিনি।

সোমবার হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স খেলা চলকালিন সময় হেইডেন এসব কথা বলেন। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার আইপিএলে এবার ধারাভাষ্য দিচ্ছেন। মুম্বাইয়ে বিপক্ষে মুস্তাফিজ বোলিং করার সময় তার প্রশংসায় পঞ্চমুখ হন হেইডেনে।

গ্যালারীর হাজারো দর্শককে শোনে হেইডেনে বলেন, আমার মতে এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেরা দুজন বোলার মুম্তাফিজুর ও জাসপ্রিত বুমরাহ। দুজনই দারুণ বোলার। এই দুই তরুণ আর সবার চেয়ে এগিয়ে আছে।

ছাড়াও মুম্বাই ইনিংসের শেষের দিকের খেলা চলছে তখন। টিভিতে দর্শক জরিপের প্রশ্ন ছিল, স্লগ ওভারে বুমরাহ ও মুস্তাফিজের মধ্যে সেরা কে। তখন ৫২ শতাংশ ভোট পান বুমরাহ, ৪৮ শতাংশ মুস্তাফিজ। তবে হেইডেন বলেন, স্লগ ওভারে তিনি একটু এগিয়ে রাখবেন মুস্তাফিজকেই।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঢাকায় এশিয়া কাপেও ধারাভাষ্য দিয়েছিলেন হেইডেন। আইপিএলের ধারাভাষ্যে স্মরণ করলেও সেই অভিজ্ঞতাও। এশিয়া কাপেও আমি মুস্তাফিজের বোলিং দেখেছি, দারুণ বোলিং করেছে। নিষ্প্রাণ উইকেট থেকে শুরু সব উইকেটের উত্তর জানা আছে তার। ওর ক্রিকেট মস্তিষ্ক দারুণ। ব্যাটসম্যানকে খুব দ্রুত পড়তে পারে। এত কম বয়সী একজনের জন্য যেটি অসাধারণ ব্যাপার।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930