আট বছরের শিশু নুসরাত জাহান নিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন লক্ষ্মীপুরের রামগঞ্জে।
শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম এখনো প্রকাশ করেনি পুলিশ। হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ তৎপর রয়েছে। শিগগির হত্যার মূল রহস্য উদঘাটন করা হবে বলে জানান পুলিশ সুপার।
এ দিকে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে আজো বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানান কর্মসূচি পালন করছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রসঙ্গত, নিখোঁজের তিন দিন পর গত ২৬ মার্চ আট বছরের শিশু নুসরাত জাহান নিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। নিজ বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে কাঞ্চনপুরের বহ্মপাড়া এলাকায় ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, নুসরাতকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় নুসরাতের মা রেহানা বেগম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রামগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
