অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংক খাতের সঙ্কট নিয়ে জরুরি বৈঠকে বসেছেন । আজ রোববার সোনারগাঁও হোটেলে শুরু হওয়া বৈঠকে আর্থিক খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন। ব্যাংক খাতে সুদের হার কমানো, তারল্য সংকট নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবাল, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ। এর আগে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে অংশ নেন অর্থমন্ত্রী। সেখানে তিনি বলেন, ব্যাংক ঋণের সুদের হার এক মাসের মধ্যে একক অংকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যাংকাররা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031