নার্সের দেয়া ভুল ইনজেকশনে ক্লিনিকে চিকিৎসাধীন এক স্কুল ছাত্র মারা গেছেন বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা ঝিনাইদহে । এ ঘটনা পর  রবিবার সকালে শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালটিতে   ভাংচুর করেছে নিহতের  স্বজনরা।

এ সময় ক্লিনিকে থাকা অন্য রোগী, ক্লিনিকের চিকিৎসক, নার্স ও কর্মচারীরাও পালিয়ে যান। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্বজন জাহিদুর রহমান জানান, গত ৫ এপ্রিল স্কুলছাত্র আলী হোসেন অ্যাপেনডিক্স অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি হন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডা. মোজাম্মেল হক তার অপারেশন করেন। অপারেশনের পর রোগীর অবস্থা ভালই ছিল। রবিবার ভোরে দায়িত্বরত নার্স ইনজেকশন দিলে আলী হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভুল চিকিৎসা ছাড়া অ্যাপেনডিক্স অপারেশনে রোগী মৃত্যুর নজীর নেই বলেও মন্তব্য  করেন তিনি। রোগেীর আরেক স্বজন সাইদ লস্কর অভিযোগ করেন, ইতিপুর্বে চিকিৎসক ও নার্সদের ভুল চিকিসায় হরিণাকুণ্ডর মথুরাপুর গ্রামের শাহানাজ ও মোকিমপুর গ্রামের মতলেব মারা  গেছেন।

এ ব্যাপারে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ম্যানেজার ফরিদুল হুদা অভিযোগ অস্বীকার করে বলেন, ডাক্তার ও নার্সদের চিকিৎসায় কোন  ত্রুটি ছিল না। আমরা সাধ্যমতো আলী হোসেনকে বাঁচানোর চেষ্টা করেছি।

ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রোগীর স্বজনরা এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মৃত আলী হোসেন ঝিনাইদহ শহরের কাঞ্চন নগর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ও পৌর এলাকার খাজুরা গ্রামের নাজির উদ্দীনের ছেলে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031