দুদক ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা) কুতুব উদ্দিন আহমেদ ওরফে ভূমি কুতুবকে গ্রেপ্তার করেছে ।
রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক কর্মকর্তা জানান, গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল ইসলাম বাদী হয়ে গুলাশন মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। (আরও আসছে…)
