হঠাৎ করে তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপে হাত বিচ্ছিন্ন হওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীবের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজীবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শামসুজ্জামান শাহীন জানান, ভোরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে। যেহেতু তার মাথায় আঘাত রয়েছে, তাই সবদিক বিবেচনায় তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ঠা এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে বিআরটিসি বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে থাকা রাজীবের হাত বিআরটিসি বাস এবং স্বজন বাসের মাঝে পড়ে বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় দুই বাসের চালককেই আটক করা হয়েছে।
এছাড়া রাজীবের চিকিৎসা খরচ সরকারের পক্ষ থেকে বহন করাসহ তাকে চাকরি দেয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
