পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বিষয়ে কোনো সভা না করার নির্দেশ জারি করেছে স্থাথানীয় সরকার।
পদোন্নতি কমিটির প্রস্তুতকৃত প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্তদের ব্যাপারে জ্যেষ্ঠতার লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় গত ১২ এপ্রিল স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত একটি চিঠি চট্টগ্রাম সিটি করপোরেশন বরাবর প্রেরণ করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাংগঠনিক কাঠামোতে ১৯৮৮ সালের সৃজিত পদসমূহের নিয়োগ-পদোন্নতির যোগ্যতা অন্তর্ভুক্ত করে কর্মচারী চাকুরি প্রবিধানমালা প্রণয়নের পূর্বে বিভাগীয় পদোন্নতি কমিটির সভা অনুষ্ঠানের সুযোগ নেই।
এ সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের সহকারী সচিব নজরুল ইসলাম ।
