cmp-1 প্রথমবারের মতো চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) ও সহকারি কমিশনার (এসি) পদ বড় ধরনের রদবদল হয়েছে  মো.ইকবাল বাহার সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার এ রদবদলের আদেশ দিয়েছেন।সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাইনুল হাসান রদবদলের বিষয়টি জানিয়েছেন।

সদ্য পদোন্নতি পাওয়া এডিসি আব্দুর রউফকে সিএমপির দক্ষিণ জোনে বসানো হয়েছে। দক্ষিণের এডিসি মোহাম্মদ মিজানুর রহমান ডিএমপির স্পেশাল ব্রাঞ্চে বদলি হয়েছেন। রউফ এসি-সরবরাহ হিসেবে কর্মরত ছিলেন। রউফের বদলির পর ওই পদে এসেছেন পদোন্নতি পাওয়া এডিসি দীপকজ্যোতি খীসা। তার বদলির ফলে এসি-যানবাহন পদটি শূন্য হয়েছে।এডিসি (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনানকে এডিসি (উত্তর) পদে দায়িত্ব দেয়া হয়েছে। এডিসি-উত্তর তারেক আহম্মেদ পেয়েছেন এডিসি-যানবাহন পদ।সদ্য পদোন্নতি পাওয়া নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীকে এডিসি (প্রসিকিউশন) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এসি-প্রসিকিউশন ছিলেন। নির্মলেন্দুর বদলির ফলে এসি-প্রসিকিউশন পদটি শূন্য হয়েছে।রেঞ্জ থেকে বদলি হয়ে এসে সিএমপির বিশেষ শাখার এডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন পদোন্নতি পাওয়া মির্জা সায়েম মাহমুদ। এডিসি-বিশেষ শাখা রবিউল হোসেন পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হওয়ায় পদটি শূন্য হয়েছিল।রাঙামাটি থেকে বদলি হয়ে আসা হুমায়ন কবিরকে নগর গোয়েন্দা পুলিশের এডিসি-উত্তর পদে বসানো হয়েছে। পদোন্নতি পাওয়া আনোয়ার হোসেন পেয়েছেন এডিসি-জনসংযোগ পদ। আনোয়ার হোসেন ট্রাফিক বিভাগের এসি-বন্দর হিসেবে কর্মরত ছিলেন। ওই পদে বসানো হয়েছে কামরুল ইসলামকে।

এছাড়া পরিত্রান চাকমা নামে একজনকে ট্রাফিক বিভাগের এসি-উত্তর পদে বসানো হয়েছে। ওই পদে থাকা আব্দুর রহিমকে এসি-কোতয়ালি পদে বদলি করা হয়েছে। এসি-কোতয়ালি মো.মাইনুদ্দিন পদোন্নতি পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি হয়েছেন।সিএমপি কমিশনারের স্টাফ অফিসার হাসান ইকবাল চৌধুরীকে এসি-ডবলমুরিং হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। সিএমপি কমিশনারের স্টাফ অফিসার করা হয়েছে সহকারি কমিশনার পদমর্যাদার দেবদূত চৌধুরীকে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031