‘আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট হবে সর্ববৃহৎ, জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব। বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ দেখা হবে উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন,  ব্যবসায় ক্ষেত্রে শুল্ক নির্ধারণে সমতা আনতে ঘাটতি পূরণে চেষ্টা করা হচ্ছে।’

শুক্রবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস ক্লাবে আমদানি রপ্তানিকারক, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ‘ব্যক্তি পর্যায়ে আয়করের সীমা আড়াই লাখ টাকার পরিবর্তে সাড়ে তিন লাখ টাকা, বিদেশ ভ্রমণ কর প্রত্যাহার করা যায় কিনা তা বিবেচনাধীন আছে।’ বেনাপোল বন্দরকে আরও গতিশীল ও কাস্টমস হাউজকে আরও সক্রিয় করার পরামর্শসহ ব্যবসায়ীদের আমদানির ওপর বেশি জোর না দিয়ে রপ্তানির ওপর জোর দেয়ার আহ্বান জানান তিনি।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম (শুল্ক নীতি ও আইসিটি), কানন কুমার রায় (কর-নীতি), মো. রেজাউল হাসান (মূসক নীতি)

সভায় যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান, যশোর প্রেসক্লাব সভাপতি  জাহিদ হাসান টকুন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল প্রেসক্লাব সভাপতি মহসিন মিলন, ইন্ডিয়া বাঙলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ  বন্দর, কাস্টমস, পুলিশ, বিজিবি প্রমুখ।

সভার আগে এনবিআর চেয়ারম্যান ৫০ কোটি টাকা মূল্যের আধুনিক ভ্রাম্যমাণ স্কেল ও বাইপাস সড়কের নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031