বিদেশী রিভলবারসহ অস্ত্র ব্যবসায়ী দীপন কান্তি নাথ (৩৫) আটক করে পুলিশ চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে । তার বিরুদ্ধে এর আগেও হালিশহর থানায় চাঁদাবাজী মামলা,অস্ত্র মামলা,মাদকের মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে ।
গত বৃহস্পতিবার ২৬ এপ্রিল রাত ১২ টার দিকে তাকে আটক করা হয়।
এ সময় এ-ব্লক ১২ নং লেইনের পাঁচকুড়ির বস্তিতে হালিশহর থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি কিরিচ,২টি রাম দা,১টি চাইনিজ কুড়াল,১টি বিদেশী ছুরি,৩ রাউন্ড গুলি, ১টি বিদেশী রিভলবার উদ্ধার করে।
এ ব্যাপারে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালালে অস্ত্র ব্যবসায়ী দীপন কান্তি নাথকে হাতে নাতে অবৈধ অস্ত্র ,তিন রাউন্ড গুলি,২টি রাম দা,১টি কিরিচ,ও একটি ছুরি উদ্ধার করা হয়। আটকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা রুজু হয়েছে।
এই মামলার তদন্তে রয়েছেন পুলিশ পরিদর্শক এস আই আনোয়ার তিনি জানান , আটককৃত অস্ত্র ব্যবসায়ী দীপন কান্তি নাথের বিরুদ্ধে হালিশহর থানায় একাধিক মামলা রয়েছে আমরা তদন্ত করে দেখছি এবং বিজ্ঞ আদালতে আমরা আরও অস্ত্র উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করবো ।
