ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও শারীরিক অবস্থার আরো অবনতির হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর তার শারীরিক অবস্থা স¤পর্কে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির ভিত্তিতে তারা এ উদ্বেগ প্রকাশ করে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানান।
আজ রোববার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো আখতার হোসেন খান এক বিবৃতিতে বলেন, খালেদা জিয়া আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বর্তমানে কারা অন্তরালে শারীরিক এবং মানসিক চাপে তার অবস্থার আরো অবনতি হয়েছে বলে আমাদের ধারণা। আমরা মনে করি তার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে তার স্বাস্থ্যগত পরিস্থিতির সকল দায় সরকারের উপর বর্তাবে। তাই খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতাল অথবা অ্যাপোলো হাসপাতাল অথবা তার ইচ্ছা অনুযায়ী অন্য যেকোন হাসপাতালে চিকিৎসাসেবা দেয়ার জোর দাবি জানাচ্ছি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
