বাজিতপুরের অভিযান চালিয়ে জেএমবির ৫ সদস্যকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার। এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও বিস্ফোরক উদ্ধার করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত ২ টার দিকে আটকের পর আজ রোববার বেলা পৌনে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শহাবাজপুর ইউনিয়নের ধেবারা গ্রামের মোঃ খিদির আলীর ছেলে মোঃ জিয়াউল হক ওরফে জিয়া ওরফে আবির ওরফে রঞ্জিত (৩৮)। তিনি চারটি নাম ব্যবহার করেন। অপর চারজন হলেন একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ বেলাদুল ইসলাম ওরফে বেলাল (৫০), আনারুল হকের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৪), গোয়াবাড়ী চাঁদপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোঃ তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক ডাক্তার (৩২), চাকলা গ্রামের মৃত আলিফ উদ্দিন খলিফার ছেলে মোঃ কামাল হোসেন (৩৫)।
র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর গোরস্থান সংলগ্ন একটি আম বাগানে বৈঠকের সময় তাদের আটক করে র্যাব।
মাহবুব আলম জানান, জিয়াউল ওরফে জিয়াউর ওরফে জাকিউল ওরফে জিয়া রাজশাহী অঞ্চলের এক দায়িত্বশীলের নেতৃত্বে মাঠ পর্যায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং তার অধীনে আরও কিছু সদস্য রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন অঞ্চলে কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান এই কর্র্মকর্তা।
