
শুক্রবার রাত সাড়ে ৯টায় মদনপুর-জয়দেব সড়কের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একটি বাস ২৫-৩০ জন বরযাত্রী নিয়ে (হিন্দু পরিবার) মদনপুর-জয়দেবপুর সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চন যাচ্ছিল। বাসটি সোনারগাঁয়ের নয়াপুরে পৌঁছার পর মদনপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তাদের মধ্যে একজন গাড়িটির হেলপার ও অপরজন বরযাত্রী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল হক জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।