বৃহস্পতিবার (০৩ মে) সকাল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবে কোনো অনুষ্ঠান করতে দেয়নি পুলিশ। নগরীর জামালখান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।সকাল আটটা থেকে চার প্লাটুন পুলিশ মোতায়েন ছিল ওই এলাকায়।
দায়িত্বরত পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরিতে কোটা প্রথা সংস্কার, সাবেক ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ও ডিসি রোডে খুন হওয়া ফরিদুল আলমের মামলায় থেকে এক আসামির নাম বাদ দেওয়ার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে চত্বরে মানববন্ধন হওয়ার কথা ছিল। তবে এসব অনুষ্ঠানে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকায় প্রশাসন সেগুলো বন্ধ করে দিয়েছে।
সূত্রে জানা যায়, একই জায়গায় তিনটি বিতর্কিত বিষয় নিয়ে মানববন্ধন করলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই আগেভাগে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জামালখান এলাকায় দায়িত্বে থাকা কোতোয়ালী থানার এস.আই সুমিত দাশ বলেন, সকাল আটটা থেকে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। সন্ধ্যায় পর সেটি তুলে নেয়া হবে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
এস.আই সুমিত দাশ বলেন, দিনভর আইনশৃংখলা বাহিনী তৎপর ছিলেন। তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
