কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে মহিউদ্দীন ভূঁইয়া (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের শুকলাল হাট এলাকায় । আজ বিকাল ৩ টায় গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত মহিউদ্দী ভূঁইয়া বারৈয়াঢালা জাফরাবাদ গ্রামের নাদেরুজ্জামানের ছেলে। তিনি বড় দারোগারহাট বাজার কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী।
জানা যায়, দুপুরে সে উপজেলার সোনাইছড়ির শীতলপুর এলাকা থেকে দাওয়াত খেয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে চট্টগ্রামমূখী একটি কভার্টভ্যান তাকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
সীতাকুন্ড ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ওয়াসি আজাদ জানান, সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহতকে উদ্ধার করে স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঘাতক কভার্টভ্যানটি আটক করেছে পুলিশ।
