বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন শুনানিতে গুরুতর অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ আদালতে উপস্থাপনের জন্য আইনজীবীদের পরামর্শ দিয়েছেন । গতকাল বিকালে পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আইনজীবীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন। সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান বলেন, ম্যাডাম বলেছেনÑ আমি গুরুতরভাবে অসুস্থ। এটা কোর্টকে জানাবেন। মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছে হাইকোর্ট- এটা সর্বোচ্চ আদালতে উপস্থাপনের জন্য আমাদের নির্দেশ দিয়ে তিনি বলেছেনÑ জেলে স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকার কারণে দিন দিন আমার স্বাস্থ্যের অবণতি ঘটছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া অসুস্থ্য।
বিকাল ৪টায় পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে প্রবেশ করেন তার পাঁচ শীর্ষ আইনজীবী। প্রায় ঘন্টা ব্যাপী সাক্ষাত শেষে বের হন ৫ টা ১০ মিনিটে। প্রতিনিধি দলে ছিলেনÑ এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট আব্দুর রেজ্জাক খান, সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে শুক্রবার বিকালে খালেদা জিয়ার স্বজনরা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
