‘সবচেয়ে বড় সমালোচক আমি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার । তারপরেও শেখ হাসিনার গায়ে যদি কেউ আঘাত করে সবার আগে প্রতিবাদ করব আমি। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করলে শেখ হাসিনা তাদের থামিয়ে দেন।’
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্র আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, যে কারণে তাকে জেলে রাখা হয়েছে- তা ঠিক হয়নি। এ নিয়ে কোন মামলাই হতে পারে না। সেটিরও আমি প্রতিবাদ করেছি।
কাদের সিদ্দিকী আরো বলেন, আমি আমার দলে খালেদা জিয়ার মতো তারেক জিয়া, শেখ হাসিনার মতো জয় রেখে যাব না। আমি আমার দলকে দেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষের কাছে রেখে যাব।
সম্মেলনে উপজেলা ছাত্র আন্দোলনের আহবায়ক মো. রাজিব সরকার সভাপতিত্ব করেন।
কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল নাজমুল তালুকদার প্রমুখ এ সভায় বক্তব্য দেন।
