গাইবান্ধা প্রতিনিধিঃ
২০১৬-২০১৭ অর্থ বছরের লোকাল গভর্ণ্যন্স সার্পোট প্রজেক্ট-৩ (এরজিএসপি-৩) এ গাইবান্ধা জেলার ৮২টি ইউনিয়নের মধ্যে বেশি পয়েন্ট পেয়ে কাজের শ্রেষ্ঠত্ব অর্জন করে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ’র স্বর্ণপদক লাভ।বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম এ অসাধারণ কাজের স্বীকৃতি স্বরুপ বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল পদকে ভূষিত করে। গত শুক্রবার ঢাকার ফার্স হোটেলে একটি আড়াস্বর অনুষ্টানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি বেলকা ইউপি চেয়ারম্যানের হাতে এ পদক তুলে দেন। পাশাপাশি বেলকা ইউনিয়নের সাবেক সচিব মাসুদার রহমানও এ কাজের স্বীকৃতি স্বরুপ স্বর্ণপদকে ভূষিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড.আ.আ.স.ম আরিফিন সিদ্দিক, সমকাল পত্রিকার উপ-সম্পাদক আবু সাঈদ খান, গণমাধ্যম ব্যক্তিত্ব জামিউল আহম্মেদ, চেয়ারম্যান ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান টুলু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভুইয়া রিপন প্রমুখ। ইউপি চেয়ারম্যান স্বর্ণপদকে ভূষিত হওয়ায় সকল ইউপি সদস্য ও ইউনিয়নবাসিকে অভিনন্দন জানিয়েছেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031