বন্দরে শাশুড়ির গোসলের অশ্লীল ভিডিও ইন্টারনেটে আপলোড করার অভিযোগে জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সোনাকান্দা নিজ বাড়ি থেকে অভিযুক্ত জামাতা এডভোকেট সাঈদ হাসান শাওনকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক তথ্য ও প্রচার বিষয়ক কমান্ডার হাজী জসিম আহম্মেদ তোতার ছেলে। আজ রোববার সকালে শাওনকে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মন্ডল জানান, উপজেলা সোনাকান্দা এলাকার মুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতা’র ছেলে শাওনের সঙ্গে একই এলাকায় পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ও পারিবারিক কলহের কারণে স্ত্রীর পরিবার থেকে বিবাহ বিচ্ছেদ করায়। এর জের ধরে আইনজীবি জামাতা শাওন ক্ষিপ্ত হয়ে মোবাইলে ধারণকৃত শাশুড়ির গোসলের ভিডিও চিত্র ফেইসবুকসহ ইন্টারনেটে আপলোড করে ছড়িয়ে দেয়।