কবির নিজস্ব জমিদারি কালীগ্রাম পরগনার সদর দপ্তর নওগাঁর আত্রাই উপজেলার কালীগ্রাম পরগনার পতিসরে বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উদযাপন করতে ধুয়েমুছে পরিষ্কার করা হচ্ছে । দিনটিকে ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।

অনুষ্ঠান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কাচারিবাড়ি ও দেবেন্দ্র মঞ্চসহ কবির স্মৃতিজড়িত স্থাপনাগুলো সাজানো হচ্ছে। নতুন করে রঙ দেয়া হচ্ছে কবির পুরো বাড়িসহ আশেপাশের সব দেয়ালে। কাচারিবাড়িতে সাজিয়ে রাখা হয়েছে কবির ব্যবহৃত স্মৃতিচিহ্নগুলো।

মঙ্গলবার সকাল থেকে এই অনুষ্ঠান শুরু হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় রবীন্দ্র ভক্তদের নিয়ে জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদার বাড়ি পতিসরে কবির জন্মোৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাজানো হয়েছে কাচারিবাড়ি ও আশেপাশের পুরো এলাকা।

তিনি জানান, দিনের প্রথম ভাগে পতিসর জমিদার বাড়ি চত্বরে দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হবে কবির কর্মময় জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ। বিকালে পরিবেশন করা হবে বিশ্বকবির রচিত নাটক, আবৃত্তি নাচ-গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পুলিশ সুপার ইকবাল হোসেন  জানান, পতিসরে কবিগুরুর জন্মজয়ন্তী উৎসবকে শান্তিপূর্ণভাবে পালনের জন্য ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের সদস্য, র‌্যাব ও বিপুলসংখ্যক আনছার সদস্য মোতায়েন রাখা হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031