বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে । আহত ওই শিক্ষার্থীর নাম যুবায়ের। তিনি স্যার এফ রহমান হলের আবাসিক ছাত্র। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনের (ভিসি চত্বর) সামনে এই ঘটনা ঘটে
যুবায়েরকে মারধরের অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে তাঁরা হলেন, বিজয় একাত্তর হলের প্রথম বেের্ষর সাদিক, সিফাত, পারভেজসহ আট-দশজন শিক্ষার্থী। এরা সবাই বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির আহমেদ রাসেলের অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে যুবায়ের ও তার বন্ধুরা ভিসি চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় বিজয় একাত্তর হল ছাত্রলীগের ওই কর্মীরা এসে যুবায়েরকে একা ডেকে কথা বলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
