পুলিশ নিকেতনে ট্রিনসেল নামক একটি বিজ্ঞাপন তৈরির প্রতিষ্ঠানের অফিস থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে । তার নাম রেজাউল হোসেন শাকিল (১৮) রাজধানীর গুলশানে। তিনি ট্রিনসেলে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
আজ মঙ্গলবার রাত আটটার দিকে অফিসের রুম খুলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ধারণ করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
শাকিলের বাবার সহকর্মী মোশারফ হোসেন ঢাকাটাইমসকে জানান, সোমবার বিকালে ট্রিনসেলের মালিক আবুল খায়ের অফিস শেষে বাসায় চলে যান। এরপর অফিসে শাকিল ছিল। শাকিলের কাছেই অফিসের চাবি থাকে। আজ শাকিলের বাবা শুরেল নবীকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করা হয়। শাকিলকে অপহরণ করা হয়েছে বলে ফোনকারী দাবি করে তার কাছে মুক্তিপণ চায়।
এরপর শাকিলের বাবা ও বিজ্ঞপণী সংস্থার মালিক আবুল খায়ের গুলশান থানায় বিষয়টি জানান। মুক্তিপণ নিয়ে ফোন কারীদের সঙ্গে কথা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি শাকিলের। এরপর সন্ধ্যার পর পুলিশ অফিস খুলে কক্ষের ভেতরে বেডে শাকিলের লাশ দেখতে পায়।
গুলশান থানার উপ-পরির্দশক (এসআই) ইফতেদায় ঢাকাটাইমসকে জানান, ‘নিকেতনের বি-ব্লকের ৩ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়ি থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারা, কেন? এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিনের একটি দল আলামত সংগ্রহ করছে।’
