একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেনের ওপর হামলার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে এবং বরগুনা প্রেসক্লাব ও বরগুনা জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সহযোগিতায় বুধবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা ন্যাক্কারজনক উল্লেখ করে বক্তারা বলেন, ইমরান হোসেনের মতো দেশের আর কোথাও যেন সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা না ঘটে। দ্রুত সময়ের মধ্যে ইমরান হোসেনের হামলাকারীদের গ্রেপ্তার না করতে পারলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান বরগুনার সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হাফিজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের প্রমুখ।

এসময় এ মনববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসাইন।

মানববন্ধন চলাকালীন সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বৈশাখী টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মো. মিজানুর রহমান, আরটিভির বরগুনা উত্তর প্রতিনিধি ফেরদৌস খান ইমন, সময় টিভির বরগুনার স্টাফ রিপোর্টার এম এ আজীম, জাগো নিউজের বরগুনা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম মিরাজ, একুশে টেলিভিশনের বরগুনা প্রতিনিধি জয়দেব রায়, এসএ টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মো. নুরুজ্জামান ফারুক, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বরগুনার প্রতিনিধি সুমন সিকদার, বাংলানিউজের বরগুনা প্রতিনিধি জামাল মীর প্রমুখ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031