গাজীপুরের গাজীপুরের বসুধা এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগান, গুলি, ডিবি পুলিশের ব্যবহৃত জ্যাকেটসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এস ময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
দুপুরে পোড়াবাড়িতে র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাজীপুরের বসুধা এলাকার গাজীপুর-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাব-১ এর সদস্যরা। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকারকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে চলে যায়। পরে র্যাবের টহল দল প্রাইভেটকারটির গতিরোধ করে সোহেল রানা, আহাম্মদ আলী, মো. শহিদুল ইসলাম ও জহিরুল ইসলামকে আটক করে। এ সময় আটককৃতদের দেয়া তথ্যমতে ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার হতে একটি পাইপ গান, তিন রাউন্ড কার্তুজ, তিনটি সিগন্যাল লাইট, একটি ডিবি জ্যাকেট, ৭ টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংেকর ৮ টি চেক বই এবং ছিনতাইকৃত নগদ ৫ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা পেশাদার ছিনতাইকারী বলে জানায় র্যাব।
