দিল্লি ডেয়ারডেভিলস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রিশাব পান্তের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে । সুতরাং জিততে হলে সানরাইজার্স হায়দ্রাবাদকে করতে হবে ১৮৮ রান।

বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিত ম্যাচটিতে দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষে ৬৩ বল খেলে ১২৮ রান করে অপরাজিত থাকেন রিশাব পান্ত। এই রান করার পথে তিনি ১৫টি চার মারেন ও সাতটি ছক্কা হাঁকান।

আইপিএলে এবারের আসরে এটি তৃতীয় সেঞ্চুরি। আর আইপিএলে এবারের আসরে এটিই এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে সেঞ্চুরি করেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা ক্রিস গেইল। ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা শেন ওয়াটসন এক ম্যাচে ১০৬ রান করে আউট হন। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সাকিব আল হাসান চার ওভার বল করে ২৭ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার।

উভয় দলই আজ নিজেদের ১১তম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত আটটিতে জিতে পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে রয়েছে। অন্যদিকে, দিল্লি ডেয়ারডেভিলস তিনটিতে জিতে সবার নিচে অবস্থান করছে।

সংক্ষিপ্ত স্কোর

দিল্লি ডেয়ারডেভিলস ইনিংস: ১৮৭/৫ (২০ ওভার)

(পৃথভি শ ৯, জ্যাসন রয় ১১, শ্রেয়াস আয়ার ৩, রিশাব পান্ত ১২৮*, হারশাল প্যাটেল ২৪, গ্লেন ম্যাক্সওয়েল ৯, বিজয় শঙ্কর ০*; ভুবনেশ্বর কুমার ১/৫১, সন্দীপ শর্মা ০/২৪, সাকিব আল হাসান ২/২৭, সিদ্ধার্থ কাউল ০/৪৮, রশীদ খান ০/৩৫)।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031