অবশেষে স্যাটেলাইট যুগে প্রবেশ করলো বাংলাদেশ। শুক্রবার দিবাহত রাত বাংলাদেশ সময় ২টা ১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপন করা হয়। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর অত্যাধুনিক ফ্যালকন-৯ ব্লক-৫ রকেটে চেপে শুরু হয় স্বপ্নযাত্রা।
এরপর ৩৩ মিনিট পর ২টা ৪৭ মিনিটে কক্ষপথে পৌঁছায় লাল-সবুজের প্রথম স্যাটেলাইট। এর মধ্য দিয়ে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর অভিজাত তালিকায় স্থান করে নিলো বাংলাদেশ। লঞ্চপ্যাড থেকে কক্ষপথ পর্যন্ত গৌরবময় এই মাইলফক অর্জনের স্বপ্নযাত্রার পুরো ভিডিওটি জন্য এখানে দেয়া হলো।
