পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কলকাতার একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে তাকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছে। তার এই চাঞ্চল্যকর অভিযোগ প্রচারিত হওয়ার পর রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, খুনিরা ইতিমধ্যে আমার কালীঘাটের বাড়ির সামনে রেইকি করে গিয়েছে। ইতিমধ্যে এজন্য অগ্রিম অর্থ পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল তাকে খুনের চক্রান্ত করছে। প্রশাসনিক স্তরে রয়েছি বলে খবরটা পেয়েছি।

পুলিশও বিষয়টা দেখছে। তিনি আরও  বলেছেন,  খুনের চক্রান্তে যারা লিপ্ত, তারা প্রথমে নানা কুৎসা আর অপপ্রচারে চরিত্র হনন করবে। তারপর খুন করিয়ে দেবে। দেখা যাবে, আবার তারাই মায়াকান্না কেঁদে মানুষের সহানুভূতি কাড়ার চেষ্টা চালাবে। মমতার দাবি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে অনেকে এসব চক্রান্ত করছে। খুনের চক্রান্তের বিষয়টি নজরে আসার পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেছেন, পুলিশ আমাকে বলছে, বাড়ি পরিবর্তন করুন, অন্য বাড়িতে থাকুন। কিন্তু আমি ভয় পাই না। এর আগেও আমাকে খুনের চেষ্টা হয়েছে। তখনও ভয় পাইনি, এখনও ভয় পাই না। আমি সাধারণ মানুষ হয়েই থাকতে চাই। সাধারণ মানুষের সঙ্গে থেকেই আজ এখানে পৌঁছেছি। যতদিন বাঁচব, তাঁদের সঙ্গেই থাকব। তাঁদের জন্য গলা উঁচিয়ে যাব। মানুষ আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আর আমি গাড়ির কাচ তুলে বেরিয়ে যাব, তা কখনও হবে না। মুখ্যমন্ত্রীর অবর্তমানে দলের কি হবে জানাতে গিয়ে মমতা বলেছেন,  আমার অবর্তমানে সরকার কে চালাবে, দল কে চালাবে, সব লিখে রেখে গিয়েছি। এমনিতেই আমাদের দলে প্রত্যেকের দায়িত্ব ভাগ করা আছে। সংগঠন, বিধানসভা, পুরসভা, সংসদ, মন্ত্রিসভা কোথায় কার কী দায়িত্ব, তা ভাগ করা রয়েছে।  আমি যৌথ পরিবারে বিশ্বাস করি। এখানে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031