শ্বশুর টোকন মোল্যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তার পুত্রবধূ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় । এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। টোকন মোল্যাকে আটক করেছে পুলিশ।
উপজেলার রাজাপুরে শুক্রবার গভীর রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার রাজাপুর গ্রামের টোকন মোল্যা ছেলে পান্নু মোল্যাসহ নিজ স্ত্রী ও পুত্রবধূ নিয়ে একই বাড়িতে বসবাস করে। শুক্রবার রাতে টোকনের স্ত্রী ও ছেলে বাড়িতে না থাকায় শ্বশুর পুত্রবধূকে ধর্ষণ করে। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে শনিবার পুলিশ হেফাজতে টেস্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
