প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোমবার বিকালে সাজু মাহমুদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশগাইবা ন্ধায় ।
সাজু মাহমুদ সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া গ্রামের আজিজার রহমানের ছেলে এবং ঘাগোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য।
পুলিশ জানায়, সাজু মাহমুদ বেশ কিছুদিন থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজের আইডির মাধ্যমে ছড়িয়ে দিয়ে আসছিল। বিষয়টি নজরে আসলে তাকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।
গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় সাজু মাহমুদ বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার গোপন সংবাদে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ খবর নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বলেন, সাজুর ফেসবুক আইডি থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সদর থানায় একটি মামলা করা হয়েছে।
