চীন ও শ্রীলঙ্কা সফরে গেলেন রাজশাহী দাবা অ্যাকাডেমির নয়জন সদস্য । রবিবার দুপুরে ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমানে তারা ঢাকা ত্যাগ করেন। চীন সরকারের আমন্ত্রণে তার প্রথমে ‘চতুর্থ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া কলেজ স্টুডেন্ট কালচারাল ও স্পোর্টস ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর তারা আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত শ্রীলঙ্কা সফর করবেন। দলের নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী দাবা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম আলমগীর।
দলের অন্য সদস্যরা হলেন- এমদাদ হোসাইন বাসেদ, সাজেদুল আলম খান চৌধুরী, কেএম আতিকুর রহমান, শামিমা সুলতানা, পিকেএম ফরহাদ, নুরুল ইসলাম, নানজিবা ইসলাম ও নুসরা নানজিবা ইসলাম।
