৩শ পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ আমির হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ লালমনিরহাটের আদিতমারীতে । রবিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাত তিনটার দিকে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব-শালমারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আমির হোসেন ওই উপজেলার কুটির বাড়ির এলাকার নবাব আলীর ছেলে।

এ বিষয়ে লালমনিরহাট ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান জানান,  শনিবার রাত তিনটার দিকে গোপন সংবাদে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব-শালমারা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তাকে আটক করলে তার কাছ থেকে ৩শ পঞ্চাশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

লালমনিরহাট অতিরিক্ত (পুলিশ সুপার) সুশান্ত সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031