একটি প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন রাজধানীর বিজয় সরণি লিঙ্ক রোডের ঢালে । তার নাম-পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক আজিজুল হক বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজয় সরণি লিঙ্ক রোডের ঢালে একটি প্রাইভেটকার ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে জাহাঙ্গীর নামের একজন পুলিশ সদস্য তাকে উদ্ধার করে আমার রিকশায় তুলে দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন।’
গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া আটটার দিকে মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক (৪০) বছর। তার পরনে চেক লুঙ্গি ও সবুজ ছাপার চেক শার্ট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।
