ইসলাম মানবতার ধর্ম—ইসলাম শান্তির কথা বলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন। পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাধ্যমে খাঁটি মানুষ হওয়ার হওয়ার শিক্ষা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়। মাহে রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করে মানবপ্রেমী হতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে নোয়াখালী জেলা সমিতি, ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।

স্পিকার বলেন, এই ইফতার মাহফিল ঢাকাস্থ নোয়াখালীবাসীকে একত্র হওয়ার সুযোগ করে দিয়েছে। এতে একে অপরের সাথে সাক্ষাৎ ও ভাব বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

তিনি ভ্রাতৃত্ববোধ ও সেবার মানসিকতা নিয়ে নোয়াখালী জেলা সমিতি, ঢাকা’র সংগঠকদের কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং এ ধরনের একটি মিলনমেলা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031