purchase_110742সংসদীয় স্থায়ী কমিটি ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণের ছবিসহ স্লোগান ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল অংশ নেন। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানে সমতা সৃষ্টি এবং শিক্ষক সমন্বয়ের উদ্দেশ্যে জনস্বার্থে শিক্ষকদের আন্ত:বদলী কার্যক্রম গতিশীল করার সুপারিশ করা হয়।

কমিটির বৈঠকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে স্কুল কাউন্সিল, কাব দল কার্যক্রম অব্যাহত রাখার এবং বিদ্যালয়গুলোতে ‘মা সমাবেশের’ প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও সুপারিশ করা হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দেয়া হয় এতে।

বৈঠকে সারা দেশের সকল উপজেলাকে স্কুল ফিডিং কার্যক্রমে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া জোরদার করতে বলা হয়। – See more at: http://www.dhakatimes24.com/2016/04/26/110742#sthash.aKkPPVkT.dpuf

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930