এমনটা নয় ফেসবুকে যে ক্যামেরা নেই। মেসেঞ্জার-এ দেখবেন, ক্যামেরার ছবি দেয়া অপশন আছে। সেটা ব্যবহার করে মর্জিমতো ছবি তোলাই যায়। আবার, ফেসবুকের সাহায্যে ভিডিও চ্যাটও করা যায়।
তাহলে, নয়া ক্যামেরা অ্যাপ বলতে ঠিক কী আনতে চলেছে ফেসবুক? ইনস্টাগ্রামকে টেক্কা দেয়ার মতো কিছু?
সেটা এখনই স্পষ্ট করে জানায়নি ফেসবুক। শুধু জানিয়েছে, তারা এক পুরোপুরি নয়া ক্যামেরা অ্যাপ নিয়ে হাজির হতে চলেছে ইউজারদের সুবিধার কথা ভেবে। ব্যাপারটা অনেকটা স্ন্যাপচ্যাট-এর মতো হতেও পারে। এইটুকু ইঙ্গিত দিয়েই উত্তেজনা জিইয়ে রাখছে সংস্থা।
আর জানা গিয়েছে, এই নয়া ক্যামেরা অ্যাপ দিয়ে ভিডিও চ্যাট তো করা যাবেই, পাশাপাশি লাইভ স্ট্রিমিং ভিডিওর সুবিধাও মিলবে! তবে, কত দিনে এই অ্যাপ হাজির হবে ফেসবুকের দেয়ালে, তাও স্পষ্ট করে বলেনি ফেসবুক।
