লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে আগামীকাল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব । এই মৌসুমে লিভারপুলের হয়ে দারুণ খেলছেন মিশরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তার কাছ থেকে ভালো কিছু আশা করছে তার দল এবং ভক্তরা।
মোহাম্মদ সালাহ একজন মুসলিম। চলতি রমজান মাসে তিনি নিয়মিত রোজা পালন করে আসছেন। আগে জানা গিয়েছিল, ফাইনাল ম্যাচের জন্য তিনি রোজা ভাঙবেন না। ফাইনালের দিনও তিনি রোজা রাখবেন। কিন্তু সর্বশেষ খবর হচ্ছে, ফাইনাল ম্যাচের জন্য তিনি তিন দিন (বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার) রোজা রাখছেন না। ফাইনাল ম্যাচের পরদিন থেকে তিনি রোজা রাখবেন।
স্প্যানিশ ফিজিওথেরাপিস্ট রুবেন পন্স যিনি মোহাম্মদ সালাহকে পরামর্শ দেন তিনি বলেছেন, ‘আমি যতদূর জানি সে রোজা পালন করছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ দিনটির জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার ও ম্যাচের দিন সে রোজা রাখবে না। ফাইনাল ম্যাচের পর থেকে সে আবার রোজা রাখা শুরু করবে।’
