দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই ধরনের মিথ্যা মামলায় খালেদা জিয়া কোনভাবেই দোষী হতে পারেন না। ন্যায়বিচার হলে বরং খালাস পেতেন। কিন্তু খালেদা জিয়া ফ্যাসিবাদী সরকারের আক্রমণের শিকার হয়েছেন। জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুব জাগপা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। নোমান বলেন, সরকার জনগণের ভোটাধিকারকে ছিনতাই করেছে।
আগামী নির্বাচনে আবারো নতুন কৌশলে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। তাই যুবকদের ফ্যাসিবাদ হঠাও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। অন্যথায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা যাবে না ও গণতন্ত্রের আপোসহীন নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না। যুব জাগপার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় সভায় জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, ইনসান আলম আক্কাস, যুব জাগপার প্রধান সমন্বয়ক আল রাশেদ প্রধান, জাগপা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুর রহমান ফারুকী প্রমুখ বক্তব্য দেন।
