আজ রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশের দিন ধার্য করা হয়। কুমিল্লা ও নড়াইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতা ও মানহানির মামলার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল সোমবার এই শুনানির উপর ভিত্তি করে আদেশ দেবেন আদালত।
এর আগে সকালে মামলার শুনানি করার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যার্টনি জেনারেল মাহবুবে আলমের সময় আবেদনের প্রেক্ষিতে বেলা ২টার পর শুনানির সময় নির্ধারণ করেন। পরবর্তীতে দুপুরে শুনানি শেষে আগামীকাল আদালত আদেশের দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত ২০শে মে কুমিল্লা ও নড়াইলের এই তিন মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
