fans-ctg বণ্ড সুবিধায় আনা কাঁমালে তৈরি দুই কাভর্ডভ্যান বৈদ্যুতিক পাখা আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। সোমবার দিনগত রাত ২টায় সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। নিয়ম অনুযায়ী বন্ড সুবিধায় আনা কাঁচামালে তৈরি পণ্য রফতানি করার কথা থাকলেও গোল্ডেন সান লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব ফ্যান খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এসব ফ্যানের বর্তমান বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস।

তিনি বলেন, রফতানিযোগ্য পণ্য দেশিয় বাজারে বিক্রি করা হবে এমন সংবাদের ভিত্তিতে সোমাবর মধ্য রাতে ফৌজদারহাট এলাকায় শুল্ক গোয়েন্দার একটি দল অবস্থান নেয়। রাত ২টায় কাভার্ডভ্যান দুটি আটক করা হয়। ফ্যানগুলো ফরিদপুর নিয়ে যাওয়া হচ্ছিল জানিয়ে তিনি বলেন, আমদানিকারকের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930