2016_01_26_18_06_17_dP562LZZVUAWXXy4eQWuYYIn9aLQ6C_original-768x433চার ব্যক্তি নিহত  কাতারে মালবাহী ট্রাকের ধাক্কায় সিলেটের কানাইঘাট উপজেলার ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা (স্থানীয় সময় সকাল ৮টায়) ট্যাক্সিযোগে দেশটির কাতারের দোহায় স্থানীয় সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের হাছই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৩২) ও তার ছোট ভাই মঈনুদ্দিন (৩০), গর্দনাকান্দি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৩৫) এবং কাপ্তানপুর গ্রামের মুহিব উদ্দিন (২৮)। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দু’জন হচ্ছেন- আওলাদ হোসেনের ছোট ভাই রেজওয়ানুল করিম এবং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফরিদ উদ্দিন।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন এ দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, নিহত চারজনের সাথে অবস্থানরত হুমায়ুন আহমদ নামে এক ব্যক্তি তার বন্ধু কানাইঘাটের আমরপুর গ্রামের নুরুল ইসলামকে সড়ক দুর্ঘটনার বিষয়টি ফোন করে জানিয়েছেন। এ ঘটনায় নিহতদের লাশ হামাদ মেডিকেল মর্গে রাখা হয়েছে। আহত ৩ জনকে মুমূর্ষু অবস্থায় হামাদ মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, খবর পেয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ হামাদ মেডিকেলে ছুটে যান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং নিহতদের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান।

 

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930