পুলিশ চট্টগ্রামে কিশোর ছিনতাকারী চক্রের পাশাপাশি এবার সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সন্ধানও পেয়েছে । এমন একটি চক্রের ৩ সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে এই কিশোরি ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা স্বর্ণালংকারও। গ্রেপ্তার কিশোরি ছিনতাইকারীরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার শাহজাহানের মেয়ে শাহনাজ আক্তার (১৭)। কুমিল্লা জেলার দেবীদ্বার পান্নাবাজার এলাকার আবুল কাশেমের মেয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে কেয়া বেগম (১৮), দেবীদ্বার বাকরাবাজ এলাকার আব্দুস শুক্কুরের মেয়ে পিংকি আক্তার ওরফে স্বপ্না (১৭)।
তিনি জানান, গত ৩০ মে বুধবার দুপুরে নগরীর বলুয়ারদীঘির পূর্ব পাড় এলাকার মো. বশিরের আট বছর বয়সী সুমাইয়া আক্তার মিমের সাথে সখ্যতা গড়ে তোলে পরে ছুরির ভয় দেখিয়ে তার কানের দুল ছিনতাই করে এই ছিনতাইচক্রের তিন কিশোরি। এ ঘটনায় অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে তিন ছিনতাইকারী কিশোরির অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী কিশোরি জান্নাতুল ফেরদৌস ওরফে কেয়া বেগম, পিংকি আক্তার ওরফে স্বপ্না এবং শাহনাজ আক্তার স্বীকার করেন, বাসার বাইরে খেলার সময় মায়ের বান্ধবী পরিচয়ে সুমাইয়া আক্তার মিমের সঙ্গে ভাব জমান তারা। কিছুক্ষণ পর ছুরি দেখিয়ে সুমাইয়াকে জিম্মি করে তার কানে থাকা ছয় আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।
তারা বলেন, শিশু ও নারীদের টার্গেট করে ভাব জমিয়ে সংঘবদ্ধভাবে চুরি ও ছিনতাই করে আসছে। ৩ থেকে ৫ জন করে তাদের ৫-৬টি গ্রুপ নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে সক্রিয় রয়েছে বলে জানান তারা। পুলিশ তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে বলে জানান ওসি মহসিন।
